
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পৃথিশ চরন মুন্সী (পন্ডিত স্যার) পরলোকগমন করেছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটের দিকে শহরের বাজিতপুর বসাকপাড়া নিজ বাসায় মারা যান। তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইলের গাড়াইল শ্মশান ঘাটে তার মৃতদেহ দাহ করার কথা রয়েছে।
জানা যায়, গণিত বিষয়ের শিক্ষক মৃত পৃথিশ চরণ মুন্সী বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে বিগত ২০০০ সালে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড বাজিতপুর সংলগ্ন বসাকপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা পন্ডিত স্যারের পিতার নাম মৃত ক্ষিতিম চন্দ্র মুন্সী, মাতা চারুবালা। তার ছেলে বিনয় চন্দ্র মুন্সী একজন ব্রাক্ষণ হিসেবে পূজাপার্বন অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন।