
স্টাফ রিপোর্টার ॥
আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্র্বতীকালীন সরকারের নির্লিপ্ততা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা যুবদলের আয়োজনে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় নিরালা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, বর্তমান আহ্বায়ক খন্দকার রাশেদুজ্জামান রাশেদ এবং সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ
বক্তারা বলেন, জাতীয় বীর শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে যে কুরুচিপূর্ণ আচরণ ও লাথি মারা হয়েছে, তা শুধু জিয়াউর রহমানের নয়, গোটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি।
সমাবেশে জেলা ও উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।