
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে পাকুটিয়া ইউনিয়নের নাট মন্দির প্রাঙ্গনে তুলা উন্নয়ন বোর্ড ঢাকা এর বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ঔষধ, সার উপকরণ বিতরণ করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা নির্বাহী পরিচালক রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন, তুলা উন্নয়ন বোর্ড ঢাকা রিজিয়ন উপপরিচালক কুতুব উদ্দীন, তুলা উন্নয়ন প্রধান কর্মকর্তা ঢাকা জোন কৃষিবিদ এসএম আব্দুল বাতেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দুকুর রহমান, উপজেলা কৃষি অফিসার এস.এম রাশেদুল হাসানসহ কৃষক ও কৃষানীরা।