
নুর আলম, গোপালপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ হুমকির মুখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে এখন থেকেই গাছ লাগাতে হবে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন হয়ে ওঠে, তাহলে আগামী প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ উপহার পাবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের উদ্যোগে গোপালপুর পৌর শহরের খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুলে কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সময় তিনি একথা বলেন।
গাছ লাগান, পরিবেশ বাঁচান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ প্রিন্সিপাল রহমান পাবেলের সভাপতিত্বে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কৃষিবি ফয়সাল আহমেদ এর সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি উপজেলার হেমনগর শশিমুখী উচ্চ বিদ্যালয়, বেড়ার ডাকুরি উচ্চ বিদ্যালয়, ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়, সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় গাছের চারা বিতরণ করেন।