
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়নের মোতাজুড়ি পোড়াবাসা খানমোড় গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুমি আক্তার (১৮) মেয়ে থেকে ছেলেতে রুপান্তরের ঘটনা ঘটেছে। বর্তমানে তার নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয় (১৮)। বিষয়টি ময়মনসিংহের ডাক্তার হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন।
চলতি বছর (২২ মে) ঘটনাটি প্রতিবেশীর কাছে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন এমনকি দূর দূরান্ত থেকে উৎসুক জনতা মেয়েটিকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। এক পর্যায়ে বাড়ি থেকে রুমিকে অন্যত্র সরিয়ে ফেলে।
বাবা রফিকুল ইসলাম, মা হাজেরা বেগম ও প্রতিবেশীরা জানান, স্থানীয় দারোগালী সুন্দইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রুমি আক্তার এক ভাই বোনের ছোট। প্রায় বছর খানেক আগে থেকে হঠাৎ তার মাঝে শারীরিকভাবে বিভিন্ন পরিবর্তন লক্ষ করা যায়। বিভিন্ন জায়গায় থেকে বিয়ের কথা বলতে আসে তখন সে অস্বীকৃতি জানায়। বিষয়টি তার বাবা-মা জানতে চাইলে প্রতিবেশী দাদা সম্পর্কের মাধ্যমে জানতে পারেন এবং বর্তমানে তার চলাফেরা ও শারীরিক পরিবর্তন সম্পূর্ণ ছেলেদের মতন বলে জানিয়েছে গ্রামবাসী। ঘটনাটি সত্যতা জানতে চাইলে তাকে বাড়ি থেকে মেয়েটিকে অন্যত্র সরিয়ে রাখে। একটি সময় বাড়ি থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে সত্যতা জানা যায়।
এ ব্যাপারে রুমি আক্তার থেকে রুপান্তরিত হয়ে রাফি আহমেদ নিলয় জানান, গত ১৭ বছর আগে আমি মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হই। ময়মনসিংহ গিয়ে ডাক্তার দেখিয়ে নিশ্চিত করেছে সবাই। তাই আমি মেয়ে থেকে ছেলেতে রুপান্তর হয়েছি এটা সঠিক।