
স্টাফ রিপোর্টার ॥
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মৌন মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুরাই) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
মিছিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে, জুম্মার নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে জেলা বিএনপির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।