স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেলের (৩৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। সখীপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে মোস্তাফিজুর রহমানকে আটক করে প্রথমে থানায় পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল রেফারড করে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
সখীপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মোশারফ হোসেন বলেন, সখীপুর থানার এসআই লিবাস নাইট ডিউটি করার সময় বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রেসার বাড়ার কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার (১৮ জুলাই) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।
বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃত্যুর বিষয়ে সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। আযম খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নিহত রুবেলের মা বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠ বিচার চাই ।