
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের জাহানখালী খালের উপর প্রায় ৪০ বছর আগে নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুতে চারটি গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিনত হয়েছে। ফলে ওই অঞ্চলের ১২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ প্রাণহানির আশঙ্কা নিয়ে প্রতিদিন চলাচল করছে।
জানা যায়, দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের আরমোষ্ঠা গ্রামের উপর দিয়ে লৌহজং নদী প্রবাহিত। ওই নদীর পাশে দেলদুয়ার-আরমোষ্ঠা সড়কে জাহানখালী খালের উপর প্রায় ৪০ বছর আগে একটি সরু সেতু নির্মাণ করা হয়। ওই সেতু দিয়ে উপজেলার চরপাড়া, টুকচানপুর, মেরেগনা, ফুলতারা, আবাদপুর, এলাচিপুর, জাঙ্গুলিয়া, বাথুলি, মোষ্ঠা, আরমোষ্ঠা, কামান্নাসহ আশপাশের ১২টি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে থাকে। সম্প্রতি ওই সরু সেতুর চারস্থানে চারটি গর্ত হয়ে চলাচলে ঝুঁকি সৃষ্টি করেছে। স্থানীয়রা গর্তগুলোতে গাছের ছোট ছোট ডাল দিয়ে যান চলাচলে সতর্ক বার্তা জারি করেছে। প্রাণহাণির ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়েই প্রতিদিন স্কুলগামী কোমলমতি ছাত্রছাত্রীরা চলাচল করছে। এছাড়া ঝুঁকি নিয়ে চরম অনিরাপত্তায় ইজিবাইক, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, অটোভ্যান, সিএনজি চালিক অটোরিকশা, ঘোড়ারগাড়িতে কৃষিপণ্য আনা-নেওয়া করা হচ্ছে।
ঝুঁকিপূর্ণ সেতুতে ব্যাটারি চালিত অটোরিকশা চালক কামান্না গ্রামের অনিল জানান, পল্লী গ্রামের জন্য এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি জেলা-উপজেলার সঙ্গে সড়ক সংযোগ করেছে। সংযোগ সড়কের মাঝে লৌহজং নদীর পাশে জাহানখালী নামে একটি খাল রয়েছে। সেই জাহানখালী খালের উপর প্রায় ৪০ বছর আগে একটি সরু সেতু নির্মাণ করা হয়। ওই সেতু দিয়ে তিনি সাত বছর ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালান। বছর দুই আগে সেতুটির মাঝখানে কয়েকটি বড় বড় গর্ত হয়। তারপর থেকে অতিমাত্রায় সতর্কতার সঙ্গে সেতুটি অতিক্রম করতে হচ্ছে।
আরমোষ্ঠা গ্রামের বাসিন্দা সহিদুর রহমান খান, মফিজ মিয়া, আলেফ উদ্দিন খান, হুমায়ুন খানসহ অনেকেই জানান, জাহানখালী খালের উপর প্রায় ৪০ বছর আগে সরু সেতু নির্মাণ করা হয়। পুরাতন হওয়ায় সেতুর পলেস্তারা, সিমেণ্ট ক্ষয়ে রড বেড়িয়েছিল। কয়েক বছর আগে এলাকাবাসী সেতুটিতে রঙ করে নতুন রূপ দেয়। বর্তমানে সেতুর উপরে বড় বড় চারটি গর্ত তৈরি হয়েছে। সন্ধ্যা বা রাতে চলাচল করতে ছোট ছোট যানবাহন ও পাঁয়ে হেটে চলা মানুষজন প্রায়ই দুর্ঘটনার শিকার হন। কয়েকদিন আগেও একটি মিনি ট্রাক উল্টে পড়ে যায়। ইজিবাইক, অটোরিকশা, ভ্যান প্রায়ই দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা দুর্ঘটনা থেকে সতর্ক করতে ওই গর্তগুলোতে গাছের ছোট ছোট ডাল গেঁথে দিয়েছে। তারপরও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ওই স্থানে নতুন করে একটি সেতু নির্মাণের দাবি জানান।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ জানান, এলাকাবাসী এবং স্থানীয় একটি যুব সংঘের পক্ষ থেকে নতুন সেতু নির্মাণ বা ওই সেতুটির স্থায়ী সংস্কারের জন্য পৃথক পৃথক আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার করার জন্য ইতোমধ্যে একটি প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। দ্রুতই সেতুর সংস্কার করা হবে। এছাড়া বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুটি পূনরায় নির্মাণ করা যায় কি-না তা যাচাই করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।