
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে চায়ের দোকানে বিক্রি হচ্ছে বাংলা মদ। তাও আবার স্পিট কোমল পানীয় বোতলজাত করে বিক্রি করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে রবিবার (২০ জুলাই) দুপুরে মির্জাপুরে অভিযান পরিচালনা করা হয়।
মির্জাপুর উপজেলার সোহাগপুর বাজারের সম্রাট শিকদারের চায়ের দোকান থেকে স্পিট কোমন পানীয় বোতলজাত করা ৪০ বোতল ১০ লিটার বাংলা মদ উদ্ধার করেন।
এ সময় চা বিক্রির আড়ালে মদ বিক্রির অপরাধে সম্রাট শিকদারকে গ্রেপ্তার করেন। সম্রাট উপজেলার গোড়াই ইউনিয়নের জয়েরপাড়া গ্রামের আজাহার শিকদারের ছেলে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার সম্রাট শিকদারের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।