
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারের গোডাউনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । এ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট জাল ও চায়না জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং ক্ষুদ্র জলজ প্রানী শিকার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাজার মিটার চায়না জাল, ১ হাজার ৫০০ মিটার ও ১ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও চারান বাজারের জাল ব্যবসায়ী কামার্থী গ্রামের আরফান আলীর ছেলে মজনু মিয়া (৫৫) দোকান থেকে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।