
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যাতাযাতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এমন খবর পেয়ে দ্রুত ওই সড়কে ইট ফেলে মেরামত করে চলাচলের উপযোগী করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
রোববার (২০ জুলাই) সকালে গোড়াই সৈয়দপুর এলাকায় গিয়ে তিনি এই উদ্যোগ নেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এই সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে। এতে করে এই সড়ক ব্যবহারকারী ছোট-বড় যানবাহনগুলো চলাচল করতে বেক পেতে হয়। অনেক যানবাহন সড়কে বিকল হয়ে পড়ে থাকে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম জানান, সড়কটির দুরবস্থার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যে সড়কটির ওই অংশ ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা করা হবে।