
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র টাঙ্গাইলের মির্জাপুরের ছেলে তানভীর হোসেন (১৪) মারা গেছেন। তানভীর মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীরের ছোট ভাই তাসরীফ হোসেন (৮) মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তবে বিমান বিধ্বস্তের সময় সে বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছেন।
জানা গেছে, ব্যবসার কারণে গত এক দশকের বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তানভীর হোসেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণি ও ছোট ছেলে তাসরীফ হোসেন তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে বলে তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজিব জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। তবে কোচিং ক্লাস থাকায় তানভীর স্কুলে থেকে যায়। দুপুর সোয়া একটার দিকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হলে তানভীরসহ কলেজের দেড় শতাধিক ছাত্ররা হতাহত হয়। তানভীরকে উদ্ধার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউশনে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম গ্রামের বাসিন্দা আইনজীবি সহকারী আরিফ মোল্লা জানান, তাদের গ্রামের ছেলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের খবরে আত্নীয়-স্বজনসহ গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।