
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, মানুষের ভালোবাসা ও আল্লাহর রহমত রয়েছে বিএনপির ওপর। আওয়ামী লীগের নির্যাতনের মধ্যেও বিএনপি বেঁচে আছে, নেতাকর্মীরা বেঁচে আছে। আওয়ামী লীগের নির্যাতন ও পুলিশের ভয়ে বিএনপির নেতাকর্মীদের কেউ ঘরে থাকতে পারে নাই। আশ্রয় দেয়া বাড়িতে রাতে কাঁশি দিতে পারি নাই। শব্দ করে কাঁশি দিলেও বাড়ির মালিক বলেছে সর্বনাশ আপনার কাঁশির শব্দে পুলিশ আসবে। আপনে তাড়াতাড়ি বাড়ি থেকে ভাগেন। এই যন্ত্রণাই ১৭ বছর কাটিয়েছি। আমাদের কষ্ট যন্ত্রণা বক্তব্য দিয়ে শেষ হবে না। এই কষ্ট শেষ হবে জনগণের ভোটের মধ্য দিয়ে।
সোমবার (২১ জুলাই) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুটি রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ নাই। যে দুটি দল ষড়যন্ত্র করছে, বিএনপি যদি মনে করে নেতাকর্মীরা যদি রাস্তায় নামে তারা ঘর থেকে বের হতে পারবে না। আপনারা গণন্তান্ত্রিকভাবে নির্বাচনে আসেন। আমরা নির্বাচনে আসি। জনগণ ভোট দিলে আপনারা সরকার গঠন করবেন। আমাদের ভোট দিলে আমরা সরকার গঠন করবো। জনগণকে বিশ্বাস করতে হবে।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, জনগণকে বিশ্বাস না করে আওয়ামী লীগ যেটা মনে করছে এই দেশের মালিক আওয়ামী লীগ। আপনারা এখন মনে করছেন জুলাই আগস্টের মালিক আপনারা। আওয়ামী লীগের মতো হয়ে যাবেন না। আওয়ামী লীগের মতো জুলাই আগস্ট আপনারা যদি পুঁজি মনে করেন তাহলে আওয়ামী লীগের মতো আপনাদের পরিনিতি হবে। সেটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের সময় তাদের মতো ভোট হয়েছে। আপনারা এখন ভোট হতেই দিবেন না। আপনারা ভয় পান। ভোট হতেই হবে। এর কোন বিকল্প নাই। ভোটের মালিক জনগণ, ভোট দিবে জনগণ। বিএনপি জনগণের দল।
এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুটুক্তি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন। বেলা ১২টার দিকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ করে।
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাভোটেক আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ও জসিম উদ্দিন খান, বিএনপি নেতা আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।