সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত এসব কুকুর বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়ে যাকে পাচ্ছে তাকেই তাড়া করে কামড়ে দিচ্ছে। এতে করে শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ইতোমধ্যে কালিহাতী পৌরসভার একাধিক এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব এলাকায় কুকুরের দল সন্ধ্যার পর থেকেই রাস্তায় ঘোরাফেরা করে। অনেক সময় তারা দলবদ্ধ হয়ে হিংস্র আচরণ করে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। সম্প্রতি একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে কুকুরের কামড়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা প্রায় ৬৮ জন। এর মধ্যে গুরুতর আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ের ঘটনাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য কালিহাতী পৌরসভার পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে চিকিৎসা নিতে আসা রোগীরা জানিয়েছেন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন) প্রায়ই মজুত থাকে না। ফলে বাধ্য হয়ে অনেকেই টাঙ্গাইল বা ঢাকায় চিকিৎসা নিতে যাচ্ছেন। এতে করে সময় ও অর্থ-উভয় দিক থেকেই তারা চরম ভোগান্তিতে পড়ছেন।