
গোপালপুর সংবাদদাতা ॥
অতিবৃষ্টি, নদী ভাঙ্গন, নদীর পানি বৃদ্ধি পাওয়া ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শুকনা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন।
গোপালপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এ সময় হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়নের ৫০ জনের মাঝে ২০ কেজি চাল এবং অন্যান্য শুকনা খাবার বিতরণ করা হয়।