
ঘাটাইল প্রতিনিধি ॥
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন, সেবা গ্রহীতাদের মাঝে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিন পণ্য বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে নাক কান, গলা, যৌন ও চর্ম ও স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ প্রদান করে।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ লোকাল স্পন্সরশীপ টিমের টিম ম্যানেজার মিঃ পলাশ রনি মন্ডল, সিডিসির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, সিডিসির সহ সভাপতি ফনিন্দ্র নাথ, গুডনেইবারস বাংলাদেশ লোকাল স্পন্সরশীপ টিমের টিম ম্যানেজার পলাশ রনি মন্ডল, মেডিক্যাল অফিসার মাহিনুর রহমান, হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।
এ সময় স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাঃ সুচিত্রা নাথ (গাইনী), ডাঃ মারজান আবইয়াদ (চর্ম ও যৌন) ডাঃ নজরুল ইসলাম (নাক কান গলা)। এছাড়াও স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।