
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে ‘লৌহজং নদী দখল ও দূষণ রোধে করনীয়’ দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের একটি রেস্তোরায় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন বেলার নেটওয়ার্ক মেম্বার আবুল কালাম মোস্তফা লাবু ও মীর জালাল আহমেদ উজ্জল, বেসরকারি উন্নয়ন সংস্থা দিগন্তের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন নান্নু, জেলা নদী খাল বিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক রতন সিদ্দিকী, পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, পরিবেশ কর্মী রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ পরিবেশ কর্মকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি প্রশাসনের সহযোগিতা প্রভাবশালীরা বছরে পর বছর যাবত দখল করেছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করেছে। ইতিপূর্বে দুই দফায় নদী উদ্ধার কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে সেটি আর অগ্রসর হয়নি। এছাড়াও নদীর উৎস মুখ অবৈধ দখল করে বন্ধ এবং স্লুইটগেট নির্মাণের কারনে নদীর তার নাব্যতা হারিয়েছে। এতে প্রতিনিয়ত লৌহজং নদী দখলের পাশাপাশি দূষণও হচ্ছে।
বক্তারা আরও বলেন, আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারায় এক দিকে যেমন শহর থেকে গ্রাম বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। অন্যদিকে নদীগুলোতে মাছসহ প্রাকৃতিক অন্যান্য প্রাকৃতিক সম্পদ হারিয়ে যাচ্ছে। এছাড়াও নদী পানিতে গোসল তো দূরের কথা গৃহাস্থলির কাজে ব্যবহার করা যাচ্ছে না। তাই লৌহজং নদীর পুরো অংশ দখল ও দূষণ মুক্ত করার দাবি করেন বক্তারা।