
স্টাফ রিপোর্টার ॥
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) টাঙ্গাইল এলজিইডি ভবনের আঙিনায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
কর্মসূচির উদ্বোধনকালে টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, সহকারী প্রকৌশলী ইফতেখার আহমেদ, সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ, সুপারভিশন ইঞ্জিনিয়ার অনিমেষ চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী আজিম সর্দার, ইসমাইল হোসেন, আশিকুর রহমান প্রত্যয়, ইউসুফ মিয়া।
উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শাকের, বাবুল হোসেন, সুজন চন্দ্র বর্মন, শামীম হোসেন, হিসাব রক্ষক আব্দুল জব্বার, উচ্চমান সহকারী জাহিদ লতিফ, মেকানিক্যাল ফোরম্যান বিপ্লব হোসেনসহ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিন টাঙ্গাইল এলজিইডি ভবনের আঙিনায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।