
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবদলের সহ-সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত সুস্থতায় বিশেষ দোয়া শেষে নাগরপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নাগরপুর সদর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রবিউল আওয়াল লাভলু।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
এ সময় রবিউল আওয়াল লাভলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতীর কল্যান হবে। সুষ্ঠ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন করেন।