
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যতিক্রমধর্মী এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “ছেলের বাবা বনাম মেয়ের বাবা” শিরোনামে আয়োজিত এই ফাইনাল ফুটবল ম্যাচটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া অস্থায়ী মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছেলের বাবা দল ও মেয়ের বাবা দল অংশগ্রহণ করে। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতা, ক্রীড়ামোদী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে ভিড় করেন।
খেলায় দুই পক্ষই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে খেলা ড্র হয়। উত্তেজনাপূর্ণ খেলায় মেয়ের বাবা দল আগে গোল করায় বিজয় অর্জন করে। পরে বাবাদের খেলা শেষে ছোট মেয়েদের লাল দল ও সাদা দলে ভাগ করে খেলায় বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। পরে ট্রাইবেকারে সাদা দল বিজয়ী হয়।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এই গ্রামের সন্তান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এম এম এ খালিদ, টাঙ্গাইল জেলা শাখার ড্যাবের সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার সামা, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল জব্বার, সাবেক কাউন্সিল মোখলেছুর রহমান তালুকদার, এনামুল হক ছাড়াও শিক্ষক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এই ফুটবল ম্যাচ এলাকার ক্রীড়াঙ্গনে এক ভিন্নমাত্রা যোগ করেছে। খেলাটি কেবল বিনোদনই নয়, সমাজের ভ্রাতৃত্ববোধ এবং আন্তঃসম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।