
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে কাঁচামালের ব্যবসার আড়ালে পরিচালিত মাদক কারবারে পুলিশের অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃত্বে বল্লা বাজারে অভিযান চালিয়ে জসিম (৪০) ও খোকন (৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত জসিম উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে এবং বল্লা বাজারে কাঁচামাল ব্যবসায়ী। অপরজন খোকন, আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।