
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে আলমনগর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই টুর্নামেন্টের সূচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। আলমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আয়োজিত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আলমনগর হাই স্কুল মাঠে ফুটবল খেলা শুরু হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা চাইনিজ ফুড রেস্টুরেন্ট ও ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক বাদল মিয়া, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, সাধারণ সম্পাদক হিরা মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী জনগণ ও তরুণরা।
বক্তারা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী ও দেশের ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা একজন মহৎ প্রাণ ব্যক্তিত্ব। তার স্মৃতিকে সম্মান জানাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
উদ্বোধনী খেলায় আলমনগর ৫নং ওয়ার্ড বনাম মাদার জানি একাদশ খেলায় অংশ নেয়। এ সময় বহু দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
উল্লেখ্য, টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহ।