
দেলদুয়ার প্রতিনিধি ॥
“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ”। কেন্দ্রিয় এ কর্মসূচির সাথে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শপথ বাক্য পাঠ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শহীদ মাতা আছিয়া খাতুন, দেলদুয়ার থানার অফিসার ইচার্জ সোহেব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা আমির আল মোমেন।
উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জামায়াতের সুরা সদস্য মির্জা রাশেদুল ইসলাম জুয়েল, জুলাইয়ে আহত শিক্ষার্থী লিমা আক্তার, জুলাই কণ্যা সোহেলী শবনম শশী প্রমূখ।