
স্পোর্টস রিপোর্টার ॥
বিসিবির তত্ত্বাবধানে ঢাকায় শুরু হয়েছে ভবিষ্যত ম্যাচ রেফারিদের নিয়ে একটি কর্মশালা। এই ম্যাচ রেফারী কর্মশালায় টাঙ্গাইল থেকে সুযোগ পেয়েছেন তিনজন সাবেক ক্রিকেটার। সাজ্জাদ কাদির, ইসলাম খান ও আবু নাসের মানিক। শনিবার (২৬ জুলাই) দুই দিনব্যাপী ম্যাচ রেফারী প্রশিক্ষণের উদ্বোধন করে বিসিবির সভাপতি সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ফাহিম, এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মিঠু। সারা বাংলাদেশের ৩০জন সাবেক ক্রিকেটাদের প্রশিক্ষণ দিবেন ম্যাচ রেফারী এস এম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুলরা।
সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে এমনটাই জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগে সূত্র।
টাঙ্গাইলের সাবেক ক্রিকেটার সাজ্জাদ কাদির, ইসলাম খান ও আবু নাসের মানিক ছাড়াও রয়েছে দেশের বিখ্যাত সাবেক জাতীয় দলের ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক রাজ, আরাফাত সানী, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ, নারী ক্রিকেটার রুমানা আহমেদসহ অন্যান্যরা।