
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চোরের দল চুরি করে নিয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন গ্রামের সামাজিক কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি হয়। এরমধ্যে তিনটি পুরুষ ও তিনটি নারীর কঙ্কাল রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন সামাজিক কবরস্থানের প্রধান ফটকে নির্মাণকাজ চলমান রয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নির্মাণ শ্রমিকরা কবরস্থানে কাজে গিয়ে ১২টি কবর খুড়া দেখতে পান। এরমধ্যে এক বছর আগে মৃত তিন নারীর এবং দুই বছর আগে মৃত তিন পুরুষ ব্যক্তির কবর থেকে চোরের দল কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বাকি ছয়টি কবরের মরদেহ পচন না হওয়ায় কঙ্কাল নিতে পারেনি বলে এলাকার লোকজন জানিয়েছেন।
পথহারা গ্রামের আব্দুল লতিফ জানান, দুই বছর আগে তার চাচা সলিম উদ্দিন মারা যান। সোমবার (২৮ জুলাই) রাতে ছয়টি কঙ্কালের সাথে তার চাচার কঙ্কালও চোরের দল চুরি করে নিয়ে গেছে। চোরের দল ১২টি কবর খুড়লেও ছয়টি কবরের কঙ্কাল চুরি করেছে। এরমধ্যে তিনটি পুরুষ ও তিনটি নারীর কঙ্কাল রয়েছে। বাকি ছয়টি কবরের মরদেহ পচন না হওয়ায় কঙ্কাল চুরি করতে পারেনি।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির বিষয়টি থানা পুলিশকে অবহিত করেনি কেউ। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।