
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে হেলমেটবিহীন ১৩ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে। এতে মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে কালিহাতী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সংলগ্ন হাইওয়ে সড়কে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন ৯৮ কম্পোজিট ব্রিগেডের (২৪ ইস্ট বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার মাসুদুর নবী এবং এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সরোয়ার হোসেন।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সরোয়ার হোসেন জানান, অভিযানকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে যানবাহনে তল্লাশি চালানো হয়। হেলমেট না থাকায় ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।