
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা প্রকাশ, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া চানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হক সানু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীসহ অভিভাবক। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।