স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন সুচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে কালিহাতী আর.এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, আমি কালিহাতী নামে একটি স্লোগান নিয়ে কাজ করছি। সে কারণে সূচনা কালিহাতী নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আমি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব আমার যে কোন কাজেই রাজনীতি থাকবে। যেহেতু ফুটবল টুর্নামেন্ট সার্বজনীয়। আমরা চাই, খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উদ্যমী প্রজন্ম গড়ে উঠুক। ইতিপূর্বে কালিহাতীতে যারা নামকরা ফুটবল রয়েছে তাদেরকে সাথে নিয়েই এই টুর্নামেন্ট পরিচালনা করছি। সুচনা কালিহাতী সম্পর্কে তিনি বলেন, ৩১দফা বাস্তবায়নে আমি যে কাজ করব সেটাই হচ্ছে সূচনা কালিহাতী। অর্থাৎ তৃণমূল পর্যায়ে আমি যে কাজ করব সেটাই হচ্ছে সুচনা কালিহাতী।
তিনি আরও জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে (২ আগস্ট) বিকেল ৩ টায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক , ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা এবং টুর্নামেন্টের প্রস্তুতি, নিরাপত্তা, বিচারকদের স্বচ্ছতা ও পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন।