
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান আতিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২ আগস্ট) উপজেলার লাউহাটী ইউনিয়নের হাটে তিনি গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
আতিক জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
তবে তিনি জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তার হয়েই ধানের শীষের পক্ষে কাজ করবো। তিনি আরও উল্লেখ করেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেখানে নিহিত বাঙ্গালি জাতীর সকল আকাঙ্খা।
এ সময় তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।