
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে নজরুল সেনার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে নাগরপুর নজরুল সেনা আহ্বায়ক কমিটি। রবিউল আউয়াল লাভলুকে প্রধান উপদেষ্টা করে পূর্ণাঙ্গ এ কার্যনির্বাহী কমিটির সভাপতি খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এবং আরিফুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ২৫ সদস্যের কমিটি শুক্রবার (১ আগস্ট) গঠন করা হয়।
এছাড়াও ১১ সদস্যের কার্যকরী সদস্য, ১২ সদস্যের উপদেষ্টা মন্ডলী, ২১ সদস্যের সম্মানিত সদস্যসহ প্রায় অর্ধশতাধিক সাধারণ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।
নাগরপুর নজরুল সেনা (শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ১৯৭৭ সাল থেকে পড়াশোনার পাশাপাশি শিশু ও কিশোরদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। অরাজনৈতিক এ সেবা প্রতিষ্ঠানটি স্থানীয় শিশু-কিশোরদের নৈতিকতা গঠন ও ক্রীড়ায় উৎকর্ষ সাধনে ইতিপূর্বে অসামান্য ভূমিকা রেখেছে। ইতিপূর্বে বিভিন্ন অনাকাঙ্খিত কয়েকটি ঘটনায় কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমান অর্থ সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে অন্যায় ও মাদকের ভয়াবহ ছোবল থেকে আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক তুলতে দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে নজরুল সেনার নবীন ও প্রবীণ সদস্যদের নিয়ে গঠিত হয় এ কমিটি।
নাগরপুর নজরুল সেনার হারানো ঐতিহ্যকে পূর্ণরূপে ফিরিয়ে এনে ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে সফলতার অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রকাশ করেন উপস্থিত সকলে। নাগরপুর নজরুল সেনার নবীন ও প্রবীণদের মিটিংটি স্মৃতিচারণ ও আগামী কর্মপ্রত্যয়ের আলোচনাটি আবেগ ঘন মুহুর্তের সৃষ্টি করে। কমিটি ঘোষণার পর রাতের খাবার খেয়ে সবাই স্মৃতিচারণে মেতে ওঠে এবং আগামী কর্ম পরিকল্পনার স্থির করেন।