
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় মেলা উদ্বোধন করা হয়।
ঘাটাইল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত লাল ফিতা কেটে উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ।
অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এনামুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।