
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিবেকানন্দ ভাবাদর্শ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে শ্রীরামকৃষ্ণ মঠ ও আশ্রমে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ এবং শ্রীরামকৃষ্ণ মঠ ও আশ্রমের জেলা শাখার সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ জেলা শাখার সভাপতি ভবেশ মুকুট পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীরামকৃষ্ণ মিশন ও শ্রীরামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অম্বেশানন্দজী মহারাজ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি আশুতোষ রায়, শ্রীরামকৃষ্ণ মঠ ও আশ্রম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শম্ভু নাথ চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দাস, সুমনা সাহা, লিপি রানী দাস, উদয় শংকর ঘোষ, বিপুল কান্তি ঘোষ, বিশ্বজিৎ সৎ ভাদুড়ী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ জেলা শাখার সম্পাদক সুমন সরকার ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।