
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি দোকান হতে আনুমানিক ৫ হাজার ৩শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দোকান মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৩ আগস্ট) মধুপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে।
মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন।