
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খোলাঘাটা গ্রামের মুসা সিকদারের ছেলে নিতু সিকদার (১৯) ও বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিহাব মিয়া (১৯)।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সখীপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডের ভাই ভাই আবাসিক হোটেলের নিচ থেকে ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছে ৪৯ পিস ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।