
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সিঙ্গাপুর প্রবাসী জুয়েল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল বগা প্রতিমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে ছুটি কাটাতে দেশে ফিরেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জুয়েলের শোবার ঘরে একটি কাঠের ফার্নিচার সরানোর সময় বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হয়। স্বজনরা তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি আশিক জানান, জুয়েল বছরখানেক আগে বিয়ে করে। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের দাবির প্রেক্ষিতে লাশ পরিবারের হস্তান্তর করা হবে।