
স্টাফ রিপোর্টার ॥
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্টের সেই গণঅভুত্থানে ফ্যাসিবাদের পতন উপলক্ষে মিছিলের নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম।
ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ঘাটাইল হাই স্কুল মাঠে এসে সমবেত হন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী ও সাবেক ছাত্র নেতা শিল্পীপতি শামীম মিয়া প্রমুখ।
পরে বিজয় র্যালি শেষে স্থানীয় শহীদ মিনারে জুলাই-আগস্টের শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।