
স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। আমরা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তা ঘোষিত হবে এটা প্রত্যাশা করি।
বিএনপি গত ১৭ বছরে যারা জেল খেটেছে, তারা এখনো যথাযথ মূল্যায়ন পায় নি। এখান থেকে উত্তোরন করতে হলে জরুরী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত সংস্কার করবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে বিজয় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অনেকে।