
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহবায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমানসহ আহত ও নিহতের পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় নিহতের পরিবার ও আহতরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আহত সকলের সুচিকিৎসা দিতে। নিহতের পরিবারের সদস্যদের সরকার পক্ষ থেকে সকল দায়িত্ব নিতে হবে। একই সাথে শেখ হাসিনাসহ ছাত্র-জনতা হত্যায় জড়িত সকলকেই কঠোর শাস্তি দিতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। শুরুতেই নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় জেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।