
দেলদুয়ার প্রতিনিধি ॥ টাঙ্গাইলের দেলদুয়ারে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ্’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় বারপাখিয়া কবরস্থানে আশরাফুল্লাহ্র সমাধীতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের নেতৃত্বে এ সময় শহীদ আশরাফুল্লাহ্’র মা আছিয়া খাতুন, বোন সাইয়েদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূর, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান, জামায়াতের উপজেলা আমির আল-মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, এনসিপি উপজেলা প্রধান সমন্বয়ক উর্মি আক্তার, যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ২০২৪ ঢাকার আশুলিয়া এলাকায় আন্দোলনে সম্মুখ সারিতে অংশ নেয়া মানারাত আন্তর্জাতিক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে আহনাফ আবির আশরাফুল্লাহ্ পুলিশের গুলিতে শহীদ হন।