
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত সিকদার (২১) ও ফতেপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কালাম (৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৪ আগস্ট) রাতে মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী ও উপজেলার থলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সীমান্ত সিকদার মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী গ্রামের আব্দুল আলীম সঠিক সিকদারের ছেলে ও কালাম ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার কলেজছাত্র ইমন নিহত হয়।
এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় ১৫৬ নম্বর এজাহারভুক্ত আসামি সীমান্ত সিকদার। অপরদিকে পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা কালামকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ইমন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী সীমান্ত সিকদারকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।