
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা দেয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া দালাল চক্রের ৫ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্ত্বরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৫), টাঙ্গাইল সদর উপজেলার নন্দপাশা গ্রামের আজিজুল হকের ছেলে মাসুদ (২২), টাঙ্গাইল সদর উপজেলার সারটিয়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে আনিস মিয়া (২৬), টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের সোনাউল্লাহর ছেলে খোকন (২৬)।
আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
ভ্রাম্যমান আদালত সুত্র জানিয়েছেন, দন্ডপ্রাপ্তরা হাসপাতালে আগত সেবা প্রত্যাশী অসহায় দরিদ্র মানুষকে উন্নত এবং ভালো চিকিৎসা দেয়ার প্রলোভন দিয়ে বেসরকারি বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।