
স্টাফ রিপোর্টার ॥
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন টাঙ্গাইল সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় টাঙ্গাইলের সখীপুরে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে নিমাই চন্দ্র বাগদী’কে চেয়ারম্যান এবং কৃষ্ণ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান অবিরাম চন্দ্র দাস ও ধীরেন চন্দ্র বাগদী, যুগ্ম সাধারণ সম্পাদক ঝল্টু চন্দ্র, ক্যাশিয়ার শান্ত চন্দ্র, সাংগঠনিক সম্পাদক দ্বীপ চন্দ্র বাগদী, সহ সাংগঠনিক সম্পাদক রনজিৎ চন্দ্র, প্রচার ও দপ্তর সম্পাদক অর্জুন চন্দ্র বাগদী, ক্রীড়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোপাল রাজবংশী।
কার্যকরী সদস্যরা হলেন- দুলাল বৈমালি দাস, সুকুমার রাজবংশী, নিখিল রাজবংশী, রুপ কুমার রাজবংশী, রাজু গৌড়, উন্না রায় বাগদী, দুলাল রাজবংশী।