
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকা ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, যমুনা টিভির জেলা প্রতিনিধি শামীম আল মামুন, ডিবিসি’র জেলা প্রতিনিধি সোহেল তালুকদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়ে বক্তারা বলেন, বিগত সময়ের মতো এখনও সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। যার প্রকৃত উদাহরণ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।