স্টাফ রিপোর্টার।। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিবাদ রেল স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি হাতিয়া রেলক্রসিংয়ে পৌঁছলে ক্রসিং পার হওয়ারত মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী আবুল হোসেনের।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।