
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে আন্তর্জাতিক আদিবাসী দিবসে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল সদর উপজেলা শাখা। শনিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার চেয়ারম্যান নিমায় রায় বাগদি, সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শান্ত চন্দ্র দাস প্রমুখ। এ সময় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা দিতে হবে। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও আলাদা আদিবাসী মন্ত্রণালয় করার দাবি করেন আন্দোলনকারীরা।