
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর থানা এলাকায় ১৩ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে সারোয়ার হোসেন (৩১) নামে এক মাদ্রাসা শিক্ষককে শনিবার (৯ আগস্ট) রাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটক হওয়া সারোয়ার হোসেন বানিয়াবাড়ি পোড়াবাড়ি ‘মাদ্রাসা ক্বাসিমুল উলূম’ মাদ্রাসার শিক্ষক। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক সারোয়ার হোসেন মাদ্রাসা ক্বাসিমুল উলূম নামক প্রতিষ্ঠানের হেফজ বিভাগের এক ছাত্রকে (১৩) জোরপূর্বক বলাৎকার করেছেন। গত (৭ আগস্ট) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গত (৮ আগস্ট) সকালে পরিবারকে বিষয়টি জানালে তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেন গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ড্রাগন ফল খাওয়ার কথা বলে শিশুটিকে মাদ্রাসার ভিতর ডেকে নেয় ও তার সাথে রাত্রিযাপন করতে বলে। রুমের বাতি বন্ধ করে তার হাত-পা টিপে দিতে বলে। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে বলৎকার করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষক সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।