
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল বাস স্টেশন এলাকায় প্রতিষ্ঠিত নাসির গ্রুপের দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক যখম হয়েছেন।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় নাসির কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের গ্যাস লাইনের পাশ দিয়ে পানির লাইনের সংযোগ স্থাপন করতে যায়। এ সময় নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের পক্ষ হতে গ্যাসের লাইনের পাশ দিয়ে পানির লাইন দেয়া হলে গ্যাসের লাইন ছিদ্র হয়ে যেতে পারে এ আশঙ্কায় তাদের বাধা দেয়।
বাধাপ্রাপ্ত হয়ে নাসির কোয়ালিটি গ্লাসের শ্রমিকরা ফ্লোট গ্লাসের শ্রমিকদের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে বেধে যায়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে দেলদুয়ার থানা পুলিশ, নাগরপুর ও মির্জাপুর সেনা ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরবর্তীতে আর সংঘর্ষে জড়াবে না মর্মে উভয় পক্ষের নিকট থেকে মুচলেকা নেয়া হয়েছে।
উল্লেখ্য, নাসির গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুর পর কোম্পানির মালিকানা নিয়ে কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রিজের মালিক নাছিমা বিশ্বাসের সঙ্গে ভাই নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজের মালিক নাসিম বিশ্বাসের বিরোধ চলমান রয়েছে।