
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে খন্দকার আতিকুর রহমান বাবু হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দেলদুয়ার উত্তর বাজার এলাকায় মানববন্ধনে অংশ নেন বাবুর পরিবার ও এলাকাবাসী। বিগত ২০২৪ সালে (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের আলসা কান্দাপাড়া গ্রামের মৃত খন্দকার মোশারফ হোসেনের ছেলে আতিকুর রহমান বাবুকে হত্যা করে অজ্ঞাত দুস্কৃতকারীরা।
নিহত বাবুর স্ত্রী ও হত্যা মামলার বাদী সাথী আক্তার জানান, বিগত ২০২৪ সালের (১৩ নভেম্বর) গভীর রাতে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করে বাড়ীর পাশের জমিতে ফেলে রাখা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে ওই সময় একটি অপমৃত্যুর মামলা করার পরামর্শ দেয় পুলিশ। থানায় অপমৃত্যুর মামলাই রুজু করা হয়। পরে ২০২৫ সালের (২১ মে) আমি সন্দেহভাজন প্রতিবেশি ১১ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করি।
আদালতের নির্দেশে একই তারিখে দেলদুয়ার থানায় হত্যা মামলাটি এফআইআর করা হয়। কিন্তু অজানা কারনে থানা পুলিশ আসামি ধরতে গরিমসি করছে। আমি দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন, নিহত বাবুর মা রাশেদা বেগম, বোন বিথি আক্তার, বড় ছেলে মোহাইমিনুল ইসলাম, ছোট ছেলে সৌরভ, খালা শিউলি আক্তার প্রমূখ।