প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ণ
ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
ঘাটাইল প্রতিনিধি ।। টাঙ্গাইলের ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনাল অফিসের আওতাধীন ঘাটাইল জোনাল অফিসে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও প্রাণবন্ত প্রশিক্ষণ ও উন্নয়ন সভা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ঘাটাইল জোন সার্ভিসিং সেন্টারের আয়োজনে অফিস কার্যালয়ে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী এজেন্সি ডিরেক্টর ও ঘাটাইল জোনাল অফিস ইনচার্জ মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজারমোঃ কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
তার অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন"সফলতা কখনো হঠাৎ আসে না, এটি আসে পরিশ্রম, সততা ও নিবেদনের মাধ্যমে। আপনারা শুধু একটি পেশায় কাজ করছেন না, বরং মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষার এক মহৎ দায়িত্ব পালন করছেন। প্রতিটি গ্রাহকই আপনার কাছে একটি পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা অর্পণ করে—এই বিশ্বাস রক্ষা করাই হবে আমাদের আসল জয়।"
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেলস টেকনিক বিষয়ে অসাধারণ দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেনিং মো. জামিল উদ্দিন (মিন্টু)। তিনি বলেন—"বিক্রি শুধু লেনদেন নয়, এটি হচ্ছে আস্থা গড়ে তোলার শিল্প। একজন দক্ষ সেলস পার্সন কখনো শুধু পলিসি বিক্রি করেন না—তিনি মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিক্রি করেন। আন্তরিকতা, মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টাই একজন এজেন্টকে অসাধারণ করে তোলে।" নতুন কর্মীদের উদ্দেশ্যে ছিল অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা এবং আগামীর।
Tangail News Bd 2024 © | Developed By Tangail Web Solutions