
দেলদুয়ার প্রতিনিধি ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা আমির আল মোমেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সফল নারী উদ্যোক্তা মুক্তা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক প্রদান করা হয়।